নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন জেলার মতো হাওড়া জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। সদর হাওড়ার পাশাপাশি গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও করোনার দাপট অব্যাহত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কন্টেনমেন্ট জোনে কড়া লাকডাউন শুরু হয়েছে। এবার প্রশাসনের তরফে কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমিয়ে দেওয়া হল হাওড়া জেলায় কিন্তু উলুবেড়িয়া মহকুমা এলাকার ক্ষেত্রে সংখ্যাটা বেড়েছে। গত ১৩ ই জুলাই প্রশাসনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে ৮৫ টি কন্টেনমেন্ট জোন থাকলেও আজ প্রকাশিত তালিকায় জোন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮০। আগে হাওড়া সদরের কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৪৫ টি এখন হয়েছে ৩১ টি এবং উলুবেড়িয়া মহকুমা এলাকায় আগে সংখ্যা ছিল ৪০ টি কিন্তু এখন বেড়ে তা হয়েছে ৪৯ টি। তালিকায় হাওড়া পুরসভার ১৬ টি ও উলুবেড়িয়া পৌরসভার ১ টি অঞ্চলকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, গ্রামীণ হাওড়ার শ্যামপুর-১ ব্লকের ১৪ টি, শ্যামপুর-২ ব্লকের ৭ টি, আমতা-১ ব্লকের ৪ টি, বাগনান-১ ব্লকের ৯ টি, বাগনান-২ ২ টি, উলুবেড়িয়া-১ ও ২-ব্লকের ৩ টি করে ও উদয়নারায়ণপুর ব্লকের ৬ টি এলাকাকে এই নয়া তালিকায় আনা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে আজ বিকেল ৫ টা থেকে সরকারি নিয়মানুযায়ী কঠোর লকডাউন জারি হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
হাওড়া জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমলেও উলুবেড়িয়া মহকুমা এলাকায় তা এক ধাক্কায় বেড়ে হলো ৪৯
Published on: