শিবরাত্রির সন্ধ্যায় ভক্ত সমাগমে মুখরিত আমতার উদং কালীমাতা আশ্রম

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে রোদও চড়া হয়েছে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে। ভিড় বাড়ছে ক্রমশ।

তবুও ঠায় অপেক্ষা। কেউ এসেছেন আট-দশটি গ্রাম থেকে, কেউ বা সদর থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর পুজো দিচ্ছেন। তেল মাখিয়ে কেউ শিবলিঙ্গে ঢেলেছেন দুধ, কেউ ডাবের জল।

সাথে এনেছেন বেল পাতা, আকন্দের মালা, ধুতুরা ফুল, ধুতুরা ফল। শিবরাত্রি উপলক্ষে ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং কালীমাতা আশ্রম চত্বর।

তিথি অনুযায়ী আজ সন্ধ্যা থেকেই শুরু হয়েছে জল ঢালার পর্ব। আগামীকালও চলবে।উদং, ফতেপুর, তাজপুর, খড়দহ, সোনামুই, গাজীপুর ছাড়াও বহু দূরদূরান্ত থেকে মা-বোনেরা পুজোর ডালা নিয়ে হাজির হয়েছেন আমতা থানার এই জনপ্রিয় আশ্রমে।

শিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে আশ্রম চত্বরও। তিনদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, পরিবেশ সচেতনতা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাড়াও অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আশ্রম কমিটির অন্যতম কর্তা গোপাল চন্দ্র ধাড়া।

আমতা থানার পক্ষ থেকে শিবরাত্রি উপলক্ষ্যে আশ্রম চত্বরে বিশেষ পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।