পাঁচলায় আম্ফান দুর্নীতি! তালিকায় ৮০% নামই ভুয়ো, জেলশাসককে অভিযোগ পঞ্চায়েত প্রধানের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফানে ত্রাণ ও ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গত দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্ফান দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারপরই ক্রমশ উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাওড়ার জেলাশাসককে লেখা তৃণমূল পরিচালিত গ্রামীণ হাওড়ার পাঁচলা পঞ্চায়েতের প্রধান সেখ মুজিবর রহমানের একটি চিঠি প্রকাশ্যে এসেছে। চিঠিতে মুজিবর অভিযোগ করেছেন, “পাঁচলা ব্লকের পাঁচলা পঞ্চায়েত এলাকার যেসমস্ত মানুষের নামের তালিকা দেওয়া হয়েছে তার বেশিরভাগ মানুষই বিত্তশালী ও প্রভাবশালী।” তাঁর আরও অভিযোগ, “তালিকাভুক্ত ৮০% মানুষের আম্ফানে কোনো ক্ষতিই হয়নি। সম্পূর্ণ তালিকাটি ভুল। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় নেই।”

উল্লেখ্য, আম্ফান ক্ষতিগ্রস্তদের তালিকা মূলত পঞ্চায়েতই তৈরি করে। যদিও, কিছু জায়গায় পঞ্চায়েত সমিতিও এই তালিকা প্রস্তুতির কাজ করে। সূত্রের খবর, পাঁচলা পঞ্চায়েত এলাকায় ১১৭ জনের নাম ক্ষতিপূরণ প্রাপকের তালিকায় রয়েছে।

অভিযোগ, এদের বেশিরভাগই প্রভাবশালী নয়ত শাসকশিবির ঘনিষ্ঠ। প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও প্রকৃত ক্ষতিগ্রস্তরা কেন বারাবার ব্রাত্য থেকে যাচ্ছেন, এই ভুয়ো তালিকা তৈরির দায় কার, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে প্রশাসন — এখন তা নিয়েই প্রশ্ন উঠেছে স্থানীয় রাজনৈতিক মহলে।