আসছে আম্ফান, হাওড়ার গাদিয়াড়া লঞ্চঘাটে প্রস্তুতি তুঙ্গে, চলছে মাইকিং

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ক্রমশ এগিয়ে আসছে বাংলার স্থলভাগের দিকে। তার জেরেই ত্রাহি ত্রাহি রব। চলছে মোকাবিলার প্রস্তুতি। সেই ছবিই ধরা পড়ল হুগলী ও রূপনারায়ণের সঙ্গমস্থল গ্রামীণ হাওড়ার গাদিয়াড়ার লঞ্চঘাটে।

লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ গাদিয়াড়া – গেঁওখালি ও গাদিয়াড়া – নুরপুর রুটের লঞ্চ পরিষেবা। কিন্তু, বাড়ি ফেরা হয়নি শুভেন্দু, সইদুল, প্রসেনজিৎদের মতো লঞ্চের কর্মীদের। লঞ্চেই তাঁরা এখন দিনযাপন করছেন।

ঘাটে নোঙর করা হুগলী জলপথ পরিবহণ নিগমের দু’টি লঞ্চ আম্ফানে যাতে কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে তাদের সজাগ দৃষ্টি। পাশাপাশি, গাদিয়াড়া ঘাট থেকে চলছে মাইকিং। মাইকিংয়ের মাধ্যমে নদীতে ভুটভুটি, নৌকা না চালানোর অনুরোধ যেমন করা হচ্ছে তেমনই মৎসজীবিদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।

গাদিয়াড়া লঞ্চ ঘাটের ম্যানেজার উত্তম রায়চৌধুরী জানান, “যাত্রী পরিষেবা বন্ধ। কিন্তু, ঝড়ের সময়ে লঞ্চকে নিরাপদ রাখতে সবরকম প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। লঞ্চে রয়েছে লাইফ জ্যাকেট, লাইফ বোট সহ বিভিন্ন ব্যবস্থা।”