নিজস্ব সংবাদদাতা : বিজেপি, সংযুক্ত মোর্চার থেকে বেশ কয়েকদিন আগেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীদের প্রচার কর্মসূচিও বেশ খানিকটা সাড়া হয়ে গেছে। এরইমধ্যে বুধবার মনোনয়ন পত্র জমা দিলেন গ্রামীণ হাওড়ার আমতা ও উলুবেড়িয়া উত্তর বিধানসভার দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী।
এদিন সকালে মিছিল করে উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।
অন্যদিকে, বুধবারই উলুবেড়িয়া-১ বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেন আমতা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকান্ত পাল।