আমতার কানপুরে রাস্তায় ধ্বস, বন্ধ বড়ো যানবাহন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাস্তা ধ্বসে যাওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের কানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, পেঁড়ো চৌরাস্তা থেকে পুরাশ কানপুর কলেজ যাওয়ার রাস্তায় মান্দারিয়া খাল সংলগ্ন একটি জায়গার বেশ কয়েক মিটার ধ্বসে বসে গিয়েছে।

নিত্যদিন ওই রাস্তা দিয়ে বহু মানুষ ও যানবাহন চলাচল করে। ধ্বসের জেরে বন্ধ বড়ো গাড়ি চলাচল। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটি আগেও একাধিকবার ধ্বসেছে। সম্প্রতি সেচ দপ্তরের তরফে নতুন পিচ রাস্তা নির্মাণ করা হয়েছে।

তারপরই গত দু’তিনদিন আগে হঠাৎই রাস্তার বেশ কিছুটা অংশ ধ্বসে গিয়ে বসে যায়। বসে যাওয়া অংশকে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে। কানপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নাসিম তরফদার জানান, আমরা ইতিমধ্যেই বিষয়টি সেচ দপ্তর ও বিডিওকে জানিয়েছি। ওনারা এলাকা পরিদর্শনও করেছেন।