অপেক্ষার অবসান! চালু হল আমতার কুলিয়া ব্রিজের নির্মাণকাজ, দ্বীপাঞ্চলে খুশির হাওয়া

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ কয়েক দশকের দাবি পূরণের পথে। অবশেষে চালু হল বহু প্রতীক্ষিত কুলিয়া ব্রিজের নির্মাণকাজ। হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা-২ ব্লকের ভাটোরা ও ঘোড়াবেড়িয়া-চিৎনান। দ্বীপাঞ্চলে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস। নদীঘেরা দ্বীপাঞ্চলের মানুষের মূল ভূখন্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। প্রায় প্রতিবছর বর্ষায় জলের তোড়ে ভেঙে যায় বাঁশের সাঁকো। এর জেরে বিপাকে পড়েন হাজার হাজার মানুষ। তাই দীর্ঘদিন ধরে পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন দ্বীপাঞ্চলের মানুষ। দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির নানা উদ্যোগ নেওয়া হলেও আদপে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে কিছুদিন আগে পাঁচলায় একটি প্রশাসনিক সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন খুব শীঘ্রই শুরু হবে কাজ। তারপরই শনিবার থেকে শুরু হল বহু প্রতীক্ষিত কুলিয়া ব্রিজের নির্মাণকাজ। এদিন নির্মাণকাজের সূচনা করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। এদিন এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী পুলক রায়ের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, আমতার বিধায়ক সুকান্ত পাল, বাগনানের বিধায়ক অরুণাভ সেন সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে পুলক রায় বলেন, ২৯ কোটি টাকা ব্যয়ে এই নতুন সেতু তৈরি করা হবে। আগামী দেড় বছরের মধ্যে যাতে নির্মাণকাজ শেষ করা যায় তেমনটাই আশ্বাস দেন মন্ত্রী পুলক রায়। দীর্ঘ কয়েক দশকের দাবি পূরণ হতে চলায় দ্বীপাঞ্চলে খুশির হাওয়া।