নিজস্ব সংবাদদাতা : কয়েকমাসের ব্যবধানে দু’বার বন্যা পরিস্থিতি কাটিয়ে ক্রমে ছন্দে ফিরছে আমতা-২ ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। সেখানেই এবার বেশ কিছুটা এলাকায় ধ্বস নামল। ঘটনাটি ঘটেছে আমতা বিধানসভার কাশমলি ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে।
জানা গেছে, কাশমলি ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি কংক্রিটের সেতু রয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে মজা দামোদরের জল কমে যাওয়ায় হঠাৎই সেতু সংলগ্ন এলাকার একটা বড়ো অংশে ধ্বস নামে। এর জেরে পিচ রাস্তার বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশাপাশি আশেপাশে থাকা কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল। তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধান করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।