পানীয় জলের সমস্যায় ভুগছে আমতার রসপুর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকাল শুরু হতেই হতেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের রসপুর এলাকায়। জানা গেছে, এলাকায় নলবাহিত পানীয় জলের ব্যবস্থা এখনো অব্ধি নেই।

অন্যদিকে, বিকল হয়ে যাচ্ছে একের পর এক টিউবওয়েল। আর এতেই চরম সমস্যার সম্মুখীন হয়েছেন রসপুর এলাকার বহু মানুষ। পানীয় জলের এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষও।

রসপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান জয়ন্ত পোল্ল্যে জানান, রসপুর গ্রাম পঞ্চায়েতের ১২ টি গ্রাম সংসদ এলাকায় প্রায় ১৩০ টি টিউবওয়েল রয়েছে। কিন্তু, অগ্রহায়ণ মাসের পর থেকে সেভাবে বৃষ্টি না হওয়ায় জলস্তর অনেকটা নেমে গেছে। এর ফলে জল পেতে বেশ কিছুটা সমস্যায় পড়ছেন এলাকার মানুষ।

তিনি আরও জানান, পঞ্চায়েতের তরফে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিস্ত্রী পাঠিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, এলাকায় নলবাহিত জলের ব্যবস্থা না থাকায় ভরা গ্রীষ্মে পানীয় জল পেতে খুব সমস্যা হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে সুগভীর নলকূপ ও নলবাহিত জলের ব্যবস্থা করুক প্রশাসন।