নিজস্ব সংবাদদাতা : আমতা-১ ব্লকের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের শেখ রজব আলী। উল্লেখ্য, এগারো আসন বিশিষ্ট চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিগত পঞ্চায়েত নির্বাচনে এগারোটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হন শেখ মহম্মদ ফারুক ওরফে মিঠুন। মিঠুনের বিরুদ্ধে গত ১২ ই আগস্ট অনাস্থা প্রস্তাব আনেন বাকি পঞ্চায়েত সদস্যরা।
মঙ্গলবার নতুন প্রধান নির্বাচিত হলেন শেখ রজব আলী। দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত রজব। মঙ্গলবার নতুন প্রধানকে নিয়ে আনন্দে মেতে ওঠেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা।
এদিন উপস্থিত ছিলেন চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসপার মিদ্দ্যা, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ সহ অন্যান্যরা। উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ জানান, মিঠুন বিজেপি করছে। তাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পঞ্চায়েত সদস্যরা।