নিজস্ব সংবাদদাতা : ফুটবল মানে বাঙালির এক অন্য আবেগ। গ্রাম বাংলার বুক থেকে গত দশকেও কত খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু মুঠোফোন আর কম্পিটিশনের যুগে গ্রাম বাংলার বুক থেকে ক্রমশ ফিকে হতে বসেছে ফুটবল চর্চা। এখনো কিছু ফুটবলপ্রেমী মানুষ আর কিছু সংগঠনের হাত ধরে বেঁচে রয়েছে ফুটবলের চর্চা। সেরকমই কিছু খুদে খেলোয়াড়ের পাশে দাঁড়াল গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। মঙ্গলবার বিকালে সমবায় সমিতিটির পক্ষ থেকে এলাকার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান বেতাই জয়ন্তী অ্যাথলেটিক্স ক্লাবের ২৫ জন ফুটবলারের হাতে তুলে দেওয়া হল জার্সি, প্যান্ট সহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী।
এদিন বেতাই জয়ন্তী অ্যাথলেটিক্স ক্লাবের মাঠে হাজির হয়েছিলেন হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার কপিল পাড়ুই, হাওড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল, হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর সেখ নাজিমুল রহমান সহ অন্যান্যরা। তাঁরা ফুটবলারদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন। বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির অন্যতম কর্তা দেবব্রত কর্মকার জানান, কৃষি প্রধান ব্লক আমতা-২। এখানকার কৃষকদের ঋণপ্রদান সহ বিভিন্নভাবে পাশে থাকে এই সমবায় সমিতি। পাশাপাশি, বছরের বিভিন্ন সময়ে নানা সামাজিক উদ্যোগও নেওয়া হয়। তিনি জানান, স্থানীয় এলাকায় খেলাধুলার প্রসারের লক্ষ্যে সমবায় সমিতির সামাজিক উন্নয়ন তহবিল থেকে খেলোয়াড়দের এই ক্রীড়াসামগ্রীগুলি তুলে দেওয়া হল। বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির এহেন মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন।