উদয়নারায়ণপুরের বন্যা কবলিত মানুষের পাশে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফান, ইয়াস, করোনা কিমবা লকডাউন—যেকোনো বিপর্যয়েই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা নেয় আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’। বন্যাতেও তার ব্যতিক্রম হলনা। ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে উদয়নারায়ণপুরের জয়নগরে কমিউনিটি কিচেন চালু করল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’

। জানা গেছে, দামোদর সংলগ্ন গ্রাম চকঠাকুরাণী ও সোনাখালি গ্রামের বেশিরভাগ অংশই এখনো জলের তলায়। তাদের পাশে দাঁড়াতেই এই কমিউনিটি কিচেন। বৃহস্পতিবার প্রায় আটশো বন্যা কবলিত মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। মেনুতে ছিল ডিমের ঝোল, ভাত। পাশাপাশি, জলমগ্ন এলাকাগুলিতে গিয়ে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। সংগঠনের সভাপতি অরুণ খাঁ জানান, বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এই কমিউনিটি কিচেন চালাতে স্থানীয় মানুষ শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।