নিজস্ব সংবাদদাতা : ইয়াস আর ভরা কোটালের জোড়া আঘাতে কার্যত দিশেহারা গ্রামীণ হাওড়ার শ্যামপুরের বিস্তীর্ণ অঞ্চল। একাধিক জায়গায় বাঁধ ভেঙেছে। কোথাও বা বাঁধ উপচে জল ঢুকেছে। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও কোটালের জেরে একের পর গ্রামে রূপনারায়ণের জল ঢুকেছে।
জলের তোড়ে ভেঙেছে বহু বাড়ি। ঘরবাড়ি হারিয়ে কার্যত আশ্রয়হীন বহু মানুষ। আশ্রয় নিয়েছেন নিকটবর্তী স্কুল কিমবা ত্রাণশিবিরে। চারিদিক জুড়ে বিপর্যয়ের ছবি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্যামপুরের মানুষের পাশে দাঁড়াল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে মুড়ি, চানাচুর, বিস্কুট সহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী নিয়ে শ্যামপুর-২ ব্লকের বানিয়া, সাঁইবেড়িয়া গ্রামে পৌঁছে যান সংগঠনের সদস্যরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাঁটুজল পেরিয়ে একশো পরিবারের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন অরুণ, তাপস, রাকেশরা।
শুকনো খাদ্যসামগ্রীর পাশাপাশি মহিলাদেরকে স্যানিটারি ন্যাপকিনও তুলে দেওয়া হয়। আগামীতেও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা।