নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ গ্রামীণ হাওড়ার আমতায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। বুধবার বিকালে আমতার নতুন রাস্তা এলাকায় এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উলুবেড়িয়া বিধানসভা এলাকার বিভিন্ন বুথের তৃণমূল কর্মীরা ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে প্রায় ৭০০ জন বুথ কর্মী ও ৪৫ জন প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীকে ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা।
.