নিজস্ব সংবাদদাতা : ঘুমাচ্ছন্ন ড্রাইভার ভাইদের কখনো পুলিশের শীর্ষকর্তারা বাড়িয়ে দিয়েছেন গরম চায়ের কাপ,আবার কখনো বা হেলমেটহীন সওয়ারীর মাথায় পুলিশ তুলে দিয়েছে হেলমেট।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/01/26016.jpeg)
রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে বছরভর ‘সেফ ড্রাইভ,সেভ লাইফ’ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/01/26013.jpeg)
৩১ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আমতা থানার পক্ষ থেকে আমতা-১ ব্লকের নতুন রাস্তার মোড়ে বিশেষ পথসচেতনতা শিবির অনুষ্ঠিত হল।উক্ত কর্মসূচিতে পথচলতি মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বার্তা দিতে পথে নামে ছাত্রছাত্রীরা।
![](https://www.uluberiasambad.in/wp-content/uploads/2020/01/26015.jpeg)
ছাত্রছাত্রীদের সাথে আমতা শহরে পদযাত্রায় সামিল হোন আমতা-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার,আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল,আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী,আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিম্পু দাস সহ আমতা থানার অন্যান্য আধিকারিক,সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্যরা।পথ দুর্ঘটনা সম্পর্কিত বিভিন্ন মডেল প্রদর্শনও করা হয়।