পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে আমতায় পুলিশের সাথে পথে নামল পড়ুয়ারা

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : ঘুমাচ্ছন্ন ড্রাইভার ভাইদের কখনো পুলিশের শীর্ষকর্তারা বাড়িয়ে দিয়েছেন গরম চায়ের কাপ,আবার কখনো বা হেলমেটহীন সওয়ারীর মাথায় পুলিশ তুলে দিয়েছে হেলমেট।

রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে বছরভর ‘সেফ ড্রাইভ,সেভ লাইফ’ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৩১ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আমতা থানার পক্ষ থেকে আমতা-১ ব্লকের নতুন রাস্তার মোড়ে বিশেষ পথসচেতনতা শিবির অনুষ্ঠিত হল।উক্ত কর্মসূচিতে পথচলতি মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বার্তা দিতে পথে নামে ছাত্রছাত্রীরা।

ছাত্রছাত্রীদের সাথে আমতা শহরে পদযাত্রায় সামিল হোন আমতা-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার,আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল,আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী,আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিম্পু দাস সহ আমতা থানার অন্যান্য আধিকারিক,সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্যরা।পথ দুর্ঘটনা সম্পর্কিত বিভিন্ন মডেল প্রদর্শনও করা হয়।