মাঝপথে গাড়ি না মেলায় কান্নায় ভেঙে পড়লেন আমতার অসহায় গর্ভবতী, সহযোগিতায় স্থানীয়রা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে বন্ধ বাস-অটো। তারই মাঝে বাগনান থেকে আমতায় বাড়ি ফেরার পথে মাঝপথে আটকে যাওয়া এক অসহায় গর্ভবতী গৃহবধূকে বাড়ি পৌঁছে দিলেন আমতার উদংয়ের চার যুবক। জানা গেছে, জরুরি কাজে আমতা-২ ব্লকের নওপাড়া গ্রামের বছর কুড়ির গৃহবধূ শম্পা দোলুইকে বাগনানে যেতে হয়েছিল। ফিরতে গিয়ে সন্ধ্যা নেমে আসে। কোনোরকমে একটি অটো ধরে ফতেপুর পর্যন্ত আসতে পারলেও তারপর আর কোনো গাড়ি পাননি। লকডাউনের জেরে সন্ধ্যার পর ফতেপুরে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছিল।

রাত ন’টা নাগাদ ওই গৃহবধূকে অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয় যুবক অভিষেক, অর্পণ, অভিজিৎরা। তাঁরাই উদ্যোগী হয়ে ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। শিপ্রা দোলুই জানান, “আমার বাবার বাড়ি আমতার নওপাড়ায়। বাবার বাড়ি থেকে বাগনানে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম পোলিও কার্ড করাতে। শ্বশুরবাড়িতে ঢুকতে দেয়নি। কোনোরকমে কার্ডটা নিয়ে ফিরে আসি। আসার পথে ফতেপুর অব্ধি একটি অটো পেলেও আর কোনো গাড়ি পাইনি। একদিকে ঘন অন্ধকার, অন্যদিকে জনমানব হীন। খুব অসহায় বোধ করে কাঁদতে থাকি। ফোন করেও বাড়ির লোককে ফোনে পাইনি। আমায় এই অবস্থায় দেখে এগিয়ে আসেন স্থানীয় দু-একজন যুবক। তাঁরাই আমায় বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।”