আমতা বাজারে ভিড় কাটাতে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, চাইছেন সাধারণ মানুষ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে লকডাউনের মধ্যেও চালু রয়েছে বিভিন্ন জরুরি পরিষেবাগুলি।তার মধ্যে কাঁচাআনাজ ও মাছের বাজার অন্যতম। যদিও ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন থেকে উদ্যোগ নিয়ে বাজার ও জরুরি পরিষেবার আওতাধীন দোকানগুলিতে ভিড় এড়িয়ে ‘সোশ্যাল ডিসট্যান্স’ বজায় রাখতে সুরক্ষারেখা তৈরি করা হয়েছে। যদিও আর পাঁচটা দিনের মতোই চিত্রটা একই রয়ে গেছে গ্রামীণ হাওড়ার আমতা বাজারে। জেলার অন্যতম প্রাচীন ও বৃহৎ এই বাজারে এখনও ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কাঁচা আনাজ, মাছ, চাল-ডাল নিয়ে বাজারে বসেন কয়েকশো বিক্রেতা। অন্যান্য সময়ের মতোই গাদাগাদি করে বাজারে প্রবেশ করে বাজার করার কাজ সারতে হচ্ছে আমতা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষকে। ইতিমধ্যে এই বিষয়ে নিয়ে বহু মানুষ সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সমাজের স্বার্থে বাজারের ক্রেতা – বিক্রেতারাও চান – এই ভিড় কাটাতে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।