‘রাঙামন’-এর দৃষ্টিনন্দন আয়োজন রাঙিয়ে দিল মানুষের মনকে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লনজুড়ে অনুপম চিত্রের সমাহার।শিল্পীর তুলির টানে কোনো ক্যানভাসে প্রস্ফুটিত হয়েছে পবিত্র একটি শিশু,তার উপরে উড়ছে পায়রা, আবার পাশেই অবস্থান করছে গৌতম বুদ্ধ্বের ছবি।বিশ্বব্যাপী হিংসা-হানাহানি-বিদ্বেষের মাঝে শান্তির শুভবার্তা দিয়ে যাওয়া এরকমই বেশকিছু অনন্যসাধারণ চিত্র প্রদর্শিত হল উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে আয়োজিত ‘রাঙামন’ নামক একটি অঙ্কন শিক্ষা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে।

সংস্থার ১৯ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সারাদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল অঙ্কন,আবৃত্তি ও নৃত্যের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।অঙ্কনের চারটি বিভাগে প্রায় দু’শো প্রতিযোগী অংশ নেন।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান সন্দীপ কুমার দোলুই,বিশিষ্ট ইতিহাসবিদ সিরাজ মল্লিক,অধ্যাপক হেমন্ত ত্রিপাঠী সহ প্রমুখ।

সান্ধ্যকালীন অনুষ্ঠান হিসেবে ছিল ম্যাজিক শো ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিনীত নাটক।’রাঙামন’-এর কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী রমেশ দাস বলেন,”অঙ্কন শিক্ষা ও সংস্কৃতিরই এক বৃহৎ অঙ্গ।তাঁর সংস্থার মূল লক্ষ্য অঙ্কনের মধ্য দিয়ে গ্রামীণ হাওড়ার বুকে শিক্ষা ও সংস্কৃতির প্রসার।সেই লক্ষ্যেই প্রতিবছর এই আয়োজন।”