জীবসেবাই শিবসেবা, উদয়নারায়ণপুরের গ্রামে পশুপালন শিবির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : “নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে – মাল্লা – মুচি……” — নবভারতের রূপকার স্বামী বিবেকানন্দ এভাবেই নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন। স্বামীজীর জীবন ব্রতে দীক্ষিত হয়েই উদয়নারায়ণপুরের খিলা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের পথচলা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব – সারদা মা – স্বামীজীর মহান ভাবধারা ও চিন্তভাবনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে এই সেবাশ্রম। এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে পশুপালনে উদ্বুদ্ধ করতে ও বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালনের প্রশিক্ষণ দিতে এগিয়ে এলো খিলা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। শনিবার সেবাশ্রমের পক্ষ থেকে গ্রামীণ হাওড়ার পেঁড়ো থানার খিলায় একটি প্রাণী পালনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে অংশ নিয়েছিলেন আশপাশের বেশ কয়েকটি গ্রামের শতাধিক মানুষ। তাদের কাছে পশুপালন সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

বিশেষত, কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন করা যায়, পশুর রোগ সহ বিভিন্ন বিষয়ে এদিন আলোচকরা আলোকপাত করেন। পাশাপাশি, এদিনের এই প্রশিক্ষণ শিবির থেকে প্রাণীপ্রতিপালনকারীদের হাতে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ ও ভিটামিন মিক্সচার তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, উদয়নারায়ণপুর ব্লক কৃষি প্রধান ব্লক। বহু মানুষ কৃষির পাশাপাশি বাড়িতে গোরু, ছাগল সহ বিভিন্ন পশুপালন করেন। কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে পশুপালন করা প্রয়োজন সে সম্পর্কে প্রত্যন্ত গ্রামের অনেকেই জানেন না। এবিষয়ে গ্রামাঞ্চলের মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক স্বপন মুখার্জী, সেবাশ্রমের সম্পাদক অরিন্দম সামন্ত, বিশিষ্ট পরিবেশবিদ সৌরভ দোয়ারী, শিক্ষক শ্যামল জানা সহ অন্যান্যরা। সেবাশ্রমের সম্পাদক অরিন্দম সামন্ত জানান, স্বামীজীর আদর্শে আমাদের পথচলা। স্বামীজীর আদর্শে নতুন ভারত গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।