নিজস্ব সংবাদদাতা : সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের গ্রামীণ হাওড়ায় গ্যাস দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার চেকিংয়ের সময় অগ্নিদগ্ধ তিন জন। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার ডিহিমন্ডলঘাট-১ গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণ সংলগ্ন বানিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মণচন্দ্র ক্যুইলার বাড়িতে রবিবার রান্নার গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। বিষয়টি তিনি ডেলিভারি বয়কে জানান। খবর পেয়েই ডেলিভারি বয় তরুণ বর লক্ষ্মণ বাবুর বাড়িতে আসেন। সিলিন্ডার চেকিং করতে গিয়ে তরুণ দেখেন সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে। তিনি তা রিপেয়ারিং করার চেষ্টা করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
রিপেয়ারিংয়ের পর তা চেকিং করতে যাওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি। হঠাৎই আগুন লেগে যায়। লক্ষ্মণ চন্দ্র ক্যুইলা, তাঁর স্ত্রী পুতুল ক্যুইলা ও ডেলিভারি বয় তরুণ বর অগ্নিদগ্ধ হন। তিনজনই গুরুতরভাবে জখম হন। তিনজনকেই উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। উল্লেখ্য, গত তিন-চারদিন আগেই শ্যামপুরের আড়গোড়ি গ্রামের বাসিন্দা অশোক মন্ডলের বাড়িতে গ্যাস দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন এগারোজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শ্যামপুরের গৃহস্থের বাড়িতে গ্যাস দুর্ঘটনা। বারবার কীভাবে গ্যাস দুর্ঘটনা ঘটছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।