নিজস্ব সংবাদদাতা : ব্যক্তিগত আইডি ব্যবহার করে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উলুবেড়িয়ার আরপিএফের আধিকারিকরা। জানা গেছে, ধৃতের নাম সেখ আমিরুল ইসলাম।
সূত্রের খবর, বেশকিছুদিন ধরেই উলুবেড়িয়ার বানীবন এলাকায় বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ আসছিল। অভিযোগ পেয়েই আসরে নামে রেল পুলিশ। বৃহস্পতিবার বানীবন এলাকায় হানা দিয়ে সেখ আমিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক রেলের টিকিট বিক্রির এজেন্ট হিসাবে কাজ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিজের আইডি ব্যবহার করে বেআইনিভাবে ভাবে টিকিট কেটে তা বিক্রি করত।