নিজস্ব সংবাদদাতা : প্রতিবেশী নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উদয়নারায়ণপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সৌরেন জানা।
অভিযোগ, উদয়নারায়ণপুর থানার রামপুর গ্রামের যুবক সৌরেন জানা দীর্ঘদিন ধরেই তার প্রতিবেশী এক নাবালিকাকে যৌন হেনস্থা করত। কয়েকদিন আগে বিষয়টি জানাজানি হলে নাবালিকার পরিবারের লোকজন উদয়নারায়ণপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
উদয়নারায়ণপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে সৌরেনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গেছে।