নিজস্ব সংবাদদাতা : সন্ধ্যা নামার সাথে সাথেই অন্ধকারে ঢেকে যায় স্টেশনে যাওয়ার রাস্তা। দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন আমতা। প্রতিদিন আমতা স্টেশন দিয়েই কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ স্টেশনের রাস্তাই আলোহীন।
এমনই অভিযোগ তুলেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, আমতা কলাতলা মোড় থেকে স্টেশন অব্ধি প্রায় দু’শো মিটার রাস্তায় আলো নেই। ওই পথে বেশ কয়েকটি ল্যাম্পপোস্ট থাকলেও তা অকেজো বলে জানা গেছে। এর ফলে সন্ধ্যার পরেই অন্ধকারে ঢেকে যায় এই গুরুত্বপূর্ণ রাস্তা।
অথচ, সন্ধ্যার পরেও আমতা স্টেশনে ট্রেন আসে-যায়। ফলত, অন্ধকার রাস্তা দিয়েই কলাতলায় আসতে হয় যাত্রীদের। অভিযোগ, অন্ধকার থাকায় স্টেশন সংলগ্ন এই রাস্তায় ক্রমশ অসামাজিক কর্মকান্ডও বাড়ছে।
এক মহিলা যাত্রীর কথায়, “সন্ধ্যার পরে অন্ধকারে এই রাস্তা দিয়ে চলার সময় বেশ ভয় হয়। কেন যে আলোর ব্যবস্থা করা হয় না সেটাই আশ্চর্যের। ” জানা গেছে, রাস্তাটি রেলের। এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,”বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”