আমতা থানার উদ্যোগে কবিপ্রণাম, শোভাযাত্রায় পা মেলালেন পুলিশ কর্মীরা

নিজস্ব সংবাদদাতা : পূর্ব ঘোষণা মতোই রাজ্যের বিভিন্ন থানায় পালিত হল রবি ঠাকুরের ১৫৯ তম জন্মদিবস। এই উপলক্ষ্যে আজ সকালে গ্রামীণ হাওড়ার আমতা থানার পক্ষ থেকে আমতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

আমতা থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিনেমাতলা – বাজার – বাসস্ট্যান্ড – কলাতলা – নতুন রাস্তার মোড় – কলেজ মোড় হয়ে থানায় গিয়ে শেষ হয় এই পদযাত্রা। রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি আমতা বাসস্ট্যান্ড চত্বরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা।

অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়। আমতা থানা আয়োজিত ২৫ শে বৈশাখের এই বিশেষ অনুষ্ঠানে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ভিলেজ, সিভিক ভলান্টিয়ার সহ প্রায় ৭০ জন অংশ নিয়েছিলেন। অন্ধকারে আলোর খোঁজে পুলিশের এহেন আয়োজনকে একবাক্যে স্বাগত জানিয়েছেন আমতার বহু মানুষ।