নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ায় এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে বিহারের মধুবনী থেকে এক যুবককে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রাহুল আমিন। ধৃতের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের অসিত ভূঁইয়া বর্তমানে গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার পোলগুস্তিয়ায় একটি বাড়িতে থাকেন। গত ২৬ শে নভেম্বর রাত ১০:৪৫ নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অসিতের ঘরের দরজায় কড়া নাড়ে। অসিত দরজা খুললে তার উপর অতর্কিতে ধারালো ব্লেড দিয়ে হামলা চালায় এক যুবক। খুনের চেষ্টা করে ওই দুষ্কৃতি। ব্লেডের আঘাতে গুরুতর জখম হন অসিত৷ অসিতের চিৎকারে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এমতাবস্থায় ওই দুষ্কৃতি চম্পট দেয়। আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। তদন্তে নেমে বিহারের মধুবনী এলাকা থেকে রাহুল আমিন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ সম্পর্কজনিত কারণেই এই খুনের চেষ্টা।