নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবসে বিজেপি নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত অটো চালককে বেধড়ক মারধর করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার কাজিয়াখালি এলাকায়। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বিজেপি নেত্রী অর্পিতা দাস কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
অভিযোগ, সেইসময় এক অটোচালক অর্পিতা দাসের শ্লীলতাহানি করে। পাশাপাশি, ওই অটোচালক অর্পিতা দাসকে মারধর করে বলেও অভিযোগ। এই ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ।
অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। ইতিমধ্যেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেত্রী। পুলিশ অভিযুক্ত অটো চালককে আটক করেছে বলে জানা গেছে।