নিজস্ব সংবাদদাতা : শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, শিক্ষাব্যবস্থায় তোষণ, রাজ্যজুড়ে অগণতান্ত্রিক অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রবিবার গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর স্টেশন থেকে উলুবেড়িয়া লকগেট অব্ধি একটি মিছিলের আয়োজন করে উলুবেড়িয়া নগর এভিবিপি ইউনিট।
মিছিলে পা মেলান জনা পঞ্চাশেক এভিবিপি সমর্থক। মিছিলের শেষে লকগেট চত্বরে একটি পথসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের হাওড়া জেলার সহ প্রমুখ অধ্যাপক তরুণ কুমার সামন্ত, উলুবেড়িয়া নগর ইউনিটের সভাপতি শিক্ষক শান্তনু মন্ডল সহ অন্যান্যরা।
উলুবেড়িয়া নগর এভিবিপি ইউনিটের তরফে দেবাশিস খাঁ বলেন, “রাজ্যজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি চরমে উঠেছে। শিক্ষাক্ষেত্রেও মাথাচাড়া দিয়ে উঠেছে তোষণ নীতি। পাশাপাশি, বাংলায় কর্মসংস্থান বলে আর কিছু নেই। এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই আমাদের এই কর্মসূচি।”