নিজস্ব সংবাদদাতা : বর্তমান সময়ে নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ, নারী নির্যাতনের মতো বিভিন্ন ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এর প্রতিরোধে দরকার সচেতনতা। সমাজের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই সচেতনতার কাজই চালাচ্ছে পুলিশ, প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ হত্যার বিষয়ে সমাজে সচেতনতার বার্তা দিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উলুবেড়িয়া মহিলা থানার উদ্যোগে ‘আমতা স্বপ্ন দেখার উজান গাঙ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন ও হাওড়া জেলা চাইল্ড লাইনের সহযোগিতায় বৃহস্পতিবার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হল ‘স্বয়ংসিদ্ধা’ শীর্ষক বিশেষ সচেতনতা শিবির। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এই শিবিরে অংশ নিয়েছিলেন এলাকার বেশ কিছু কিশোরী, যুবতী সহ মহিলারা। পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা এদিন সংশ্লিষ্ট বিষয়ের উপর সবিস্তারে আলোচনা করেন। নারীপাচার রোধে কী করণীয়, বা বাল্যবিবাহ রোধে কী পদক্ষেপ নিতে তা খুব সহজভাবে বুঝিয়ে দেন পুলিশ আধিকারিকরা। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার ওসি পিঙ্কি চক্রবর্তী, বহিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও চাইল্ড লাইনের সদস্যরা। সমাজে সচেতনতার বীজ বপনে পুলিশের এহেন উদ্যোগে খুশি স্থানীয় মহিলারা।