নিজস্ব সংবাদদাতা : নির্বাচন ঘোষণার আগেও বঙ্গ রাজনীতিতে দলবদল অব্যাহত। রাজ্য রাজনীতিতে শীর্ষ নেতারা যখন একদল ছেড়ে অন্যদলে নাম লেখাচ্ছেন তখন জেলাস্তরের বহু নেতাও একই পথ অনুসরণ করেছেন। বৃহস্পতিবার ফের বাগনানে দলবদল করলেন এক ‘দাপুটে’ নেতা। তবে এবার আর ‘ফুলবদল’ নয়, বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিলেন বাগনানের ‘দাপুটে’ শ্রমিক নেতা অশোক চক্রবর্তী।
জানা গেছে, হাওড়া জেলা সিআইটিইউর অন্যতম সদস্য ও বাগনান সিআইটিইউ অটো ইউনিয়নের কার্যকরী সভাপতি অশোক চক্রবর্তী প্রায় শ’খানেক কর্মী-সমর্থক নিয়ে বৃহস্পতিবার পদ্মশিবিরে যোগ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সদর কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তপন মন্ডল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতা সঞ্জয় ব্যানার্জী, বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্যরা। বিজেপিতে যোগ দিয়ে অশোক চক্রবর্তী বলেন,”বাগনান সহ সারা বাংলায় তৃণমূল যেভাবে শ্রনিকদের উপর অত্যাচার চালাচ্ছে তা একমাত্র বিজেপিই প্রতিরোধ করতে পারে। আর তা প্রতিরোধের জন্য সিআইটিইউএর সংগঠন নেই। শ্রমিকদের স্বার্থে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দিলাম।”