মুখ্যমন্ত্রীর ইচ্ছেপূরণ, উলুবেড়িয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে কাশফুল থেকে তৈরি হল বালাপোশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগে শরৎ সদনে হাওড়া জেলার প্রশাসনিক বৈঠকে আলোচনা চলাকালীন কাশফুল থেকে বালিশ তৈরি করা যায় কিনা তা আধিকারিকদের দেখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া চেম্বার অব কর্মাসের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সেই ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে এবার উদ্যোগী হল উলুবেড়িয়া চেম্বার অব কমার্স। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

জানা গেছে, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কাশফুল থেকে বেশ কয়েকটি বালাপোশ তৈরি করা হয়েছে। কীভাবে তৈরি হল কাশফুলের বালাপোশ? — উলুবেড়িয়া চেম্বার অব কমার্স সূত্রে জানা গেছে, প্রথমে কাশফুল সংগ্রহ করে তা থেকে অত্যন্ত যত্ন সহকারে ফুলগুলিকে বাছাই করতে হয়। তারপর বেশ কয়েকদিন রোদে শুকিয়ে বীজগুলোকে আলাদা করা হয়। শুকিয়ে যাবার পর ফুলগুলোকে ধুনে বালাপোশ তৈরি করা হয়েছে। এক-একটি বালাপোশ তৈরি করতে প্রায় দেড় কেজি কাশফুল লাগছে। জানা গেছে, খুব শীঘ্রই কাশফুল দিয়ে তৈরি বালাপোশগুলি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।