চলে গেলেন হাওড়ার অন্যতম সাহিত্য ব্যক্তিত্ব বঙ্কিম চক্রবর্তী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার সাহিত্য ও সংস্কৃতির জগতে ইন্দ্রপতন। চলে গেলেন জেলার অন্যতম সাহিত্য ব্যক্তিত্ব বঙ্কিম চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। জানা গেছে, বঙ্কিম বাবু বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।

আজ সকাল সাতটা নাগাদ আমতার চাকপোতা গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্কিম বাবু। ‘বর্তমান’, ‘সংবাদ প্রতিদিন’ সহ বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চায় নিজেকে নিযুক্ত রেখেছিলেন। লিখেছেন অসংখ্য কবিতা। হাওড়া জেলার ইতিহাস নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন। সম্পাদনা করেছেন অসংখ্য বই।

উলুবেড়িয়া মহকুমায় সাহিত্যচর্চাকে ত্বরাণিত করতে গড়ে তুলেছিলেন উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদ। মৃত্যুর দিন পর্যন্ত উলুবেড়িয়া মহকুমা সংস্কৃতি পরিষদের কার্যকরী সম্পাদকের পদ অংলকৃত করেছিলেন বঙ্কিম বাবু। তাঁর মৃত্যুতে হাওড়া জেলার সাহিত্য ও সংস্কৃতির জগতে শোকের ছায়া।