নিজস্ব প্রতিবেদক : নববর্ষ মানেই কোলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবের বারপুজো। তবে এই রীতি এখন শুধু আর কোলকাতা মাঠে সীমাবদ্ধ নেই, প্রত্যন্ত গ্রামের বুকেও নববর্ষের পুণ্যতিথিতে প্রথা মেনে বারপুজো অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সেই চিত্রই ধরা পড়ল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের প্রত্যন্ত গ্রাম গোয়ালবেড়িয়ায়।
উলুবেড়িয়া-২ ব্লকের বিভিন্ন গ্রামের শিশু-কিশোরদের মধ্যে ফুটবলের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বেশ কিছুদিন ধরে ফুটবল প্রশিক্ষণ শিবির চালাচ্ছে বানীবন গোয়ালবেড়িয়া জনপ্রিয় সংঘ ফুটবল একাডেমি। এই ফুটবল কোচিং ক্যাম্পে প্রায় ৭০ জন শিশু-কিশোর নিয়মিত ফুটবল প্রাক্টিস করে।
তাদের অনুশীলন করান এলাকারই ছেলে মোহনবাগানের জুনিয়র ফুটবলার কার্তিক মালিক। বৃহস্পতিবার এই একাডেমির মাঠেই বারপুজো অনুষ্ঠিত হল। বারপুজোর পাশাপাশি ফুটবলও পুজো করা হয়।
ক্যাম্পের খুদে ফুটবলারদের পাশাপাশি প্রশিক্ষক ও সংগঠকরাও এদিনের বারপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বারপুজোকে ঘিরে খুদে ফুটবলারদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।