আমতায় যাত্রী প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড, সমস্যায় যাত্রীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েক বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে গড়ে তোলা হয়েছিল ঝাঁ চকচকে যাত্রী প্রতীক্ষালয়। কিন্তু যাত্রী প্রতীক্ষালয়ের সামনে ব্যারিকেড থাকায় প্রতীক্ষালয়টি তা ব্যবহার যাচ্ছেনা — এমনই ছবি ধরা পড়েছে গ্রামীণ হাওড়ার আমতায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা-রাণীহাটি রোডের চন্দ্রপুর ছোটোপোল এলাকায় বছর পাঁচ-ছ’বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়। ঝড়, জল, রোদে যেমন পথচারীরা আশ্রয় খুঁজে পাবেন তেমনই বাস ধরার ক্ষেত্রে স্থানীয় মানুষের কাছে প্রতীক্ষালয় খুব উপকার হবে। এই ভেবে খুশি হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বছরের পর বছর ঘুরে গেলেও সেই যাত্রী প্রতীক্ষালয় আজও ব্যবহারের অযোগ্য রয়ে গেছে বলে অভিযোগ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

অভিযোগ, যাত্রী প্রতীক্ষালয় থাকলেও প্রতীক্ষালয়ের সামনে রয়েছে রাস্তার ব্যারিকেড। ব্যারিকেড টপকে কেউ-ই প্রতীক্ষালয়ে ঢুকতে পারেননা। ফলে কেউ-ই প্রতীক্ষালয় ব্যবহার করছেন না। এর জেরে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রতীক্ষালয় গড়ে তোলা হলে তা কার্যত অব্যবহৃত অবস্থাতেই পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য স্থানীয় বিধায়কের বিরুদ্ধে তোপ দেগেছেন আমতা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তী। তপন চক্রবর্তী বলেন,”বিধায়কের খামখেয়ালিতে পরিকল্পনাবিহীনভাবে এটি করা হয়েছে।” পথচলতি মানুষের কথায়, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যারিকেড খুলে যাত্রী প্রতীক্ষালয়টি ব্যবহারযোগ্য করে দেওয়া হোক। এবিষয়ে আমতা-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে একাধিকবার ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।