ঘূর্ণিঝড় সিত্রাং এর জের! গাদিয়াড়ায় বন্ধ করা হল ফেরি পরিষেবা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। দীপাবলির সকাল থেকেই হাওড়ার আকাশে মেঘের ঘনঘটা। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে যাত্রী নিরাপত্তার স্বার্থে গ্রামীণ হাওড়ার গাদিয়াড়ায় বন্ধ করা হল ফেরি পরিষেবা। গাদিয়াড়া লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্দেশ মোতাবেক সোমবার সকাল থেকেই ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবারও ফেরি পরিষেবা বন্ধ রাখা হবে। গাদিয়াড়া লঞ্চ ঘাটের কর্তা উত্তম রায়চৌধুরী জানান, আমরা প্রশাসনের নির্দেশ মতো সোমবার সকাল থেকেই গাদিয়াড়া লঞ্চ ঘাটের ফেরি পরিষেবা বন্ধ রেখেছি। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

পাশাপাশি, মাইকিং করে প্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য, হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণ ২৪ পরগণার নুরপুরের মধ্যে লঞ্চ চলাচল করে। গাদিয়াড়া ঘাট দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী পারাপার করেন। ঘূর্ণিঝড়ের কথা মাথা রেখে এবার যাত্রী নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হল গাদিয়াড়ার ফেরি পরিষেবা।