নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মানশ্রী গ্রামের বুক চিরে বয়ে চলেছে খাল। খালের এপারে হাওড়া জেলার উত্তর মানশ্রী, ওপারে হুগলী জেলার নবীনচক গ্রাম। খালের দু’ধারে। খালের দু’পাশে উত্তর মানশ্রী ও নবীনচক গ্রামে প্রায় তেরো-চোদ্দটি মৌচাক ছিল। সম্প্রতি মৌচাকের নীচে মরা মৌমাছিদের পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
একটি মৌচাকে নয়, প্রত্যেকটি মৌচাকেই একই ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দা সবুজ ধাড়ার কথায়, মৌমাছিরা প্রথমে আহত হয়ে পড়ে যাচ্ছে তারপর ছটফট করতে করতে মারা যাচ্ছে। চাক ফাঁকা হয়ে ন্যাড়া হয়ে যাচ্ছে। এরপরই তিনি যোগাযোগ করেন বিশিষ্ট পরিবেশকর্মী সৌরভ দোয়ারীর সাথে।
মঙ্গলবার মৌচাকগুলি পরিদর্শনে করে নমুনা সংগ্রহ করেন সৌরভ দোয়ারী। তিনি জানান, আমি নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা বাহ্যিক কোনো সমস্যার কারণে হচ্ছে না। এটা অভ্যন্তরীণ কোনো সমস্যা। এব্যাপারে আরও বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন বলে তিনি জানান।