নিজস্ব সংবাদদাতা : বাংলা জুড়ে পালিত হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া। সমাজ ও জাতিকে সুরক্ষিত রাখতে পরিবার-পরিজন থেকে অনেক দূরে থেকে ডিউটি করে চলেছেন পুলিশ কর্মীরা। পেশাগত ব্যস্ততার জেরে অনেক পুলিশকর্মীরই দিদি বা বোনের থেকে সরাসরি ফোঁটা নেওয়ার সুযোগ হয়না। তবে বর্তমানে অনেকেই ভার্চুয়াল মাধ্যমে ভাইফোঁটায় সামিল হন। এবার পুলিশ কর্মীদের ভাইফোঁটায় ফোঁটা দিলেন কলেজ পড়ুয়া ছাত্রীরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়ায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র ছাত্র পরিষদের পক্ষ থেকে উলুবেড়িয়া থানার পুলিশ কর্মীদের ফোঁটা দেন ছাত্রীরা। বৃহস্পতিবার সকালেই থানায় পৌঁছে যান ছাত্রীরা৷ পুলিশ কর্মীদের ফোঁটা দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয়। দেওয়া হয় গোলাপও। পুলিশ কর্মীরাও বোনেদের আশীর্বাদ করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ছাত্র পরিষদের সভাপতি সৌমেন ঘোষ, সংগঠন সদস্য রফিকুল ইসলাম, লিজা মন্ডল, মিরাজুল সহ অন্যান্যরা।