আমতায় বাইক-লরির সংঘর্ষ, গুরুতর জখম ১

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা থানার উদং মোড় এলাকায়।

সূত্রের খবর, সোমবার সাড়ে তিনটে নাগাদ আমতা-বাগনান রোড ধরে আমতা থেকে বাগনানের দিকে যাচ্ছিল একটি লরি।

অন্যদিকে, একটি বাইক বাগনানের দিক থেকে আসছিল। বাইকটি উদং মোড়ের কাছে এসে লরিটিতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন বাইকের চালক।

জানা গেছে, আহতের নাম শেখ জাহিরুল। তিনি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় মানুষ জখম বাইক চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে।