বীরভূমের নানুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু, গ্ৰেফতার দুই অভিযুক্ত

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : বীরভূমের নানুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু হল কলকাতার হাসপাতালে। মৃতের নাম স্বরূপ গড়াই।ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। ওইদিন রাতে বীরভূমের নানুরের রামকৃষ্ণপুর গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন স্বরূপ গড়াই নামে ওই বিজেপি কর্মী। আরও বেশ কয়েকজনও ছিল তাঁর সঙ্গে। অভিযোগ, সেই সময় আচমকাই ওই বিজেপি কর্মীর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্বরূপকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে ওই বিজেপি কর্মীর বুকে। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা স্বরূপকে উদ্ধার করে বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।রবিবার রাতে সেই হাসপাতালেই মৃত্যু হয় স্বরূপবাবুর।জানা গিয়েছে, মৃত্যুর কিছুক্ষন আগে জানিয়েছেন, তিনি বিজেপি কর্মী হওয়ায় সেই কারণেই তৃণমূল কর্মী আলৌ চৌধুরি ও তুফান দাস তাঁকে খুন করার চেষ্টা করে। রবিবার রাতে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নানুর থানার পুলিশ।ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।