নিজস্ব সংবাদদাতা : রবিবার দুপুরে গ্রামীণ হাওড়ার বিভিন্ন বিধানসভায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সোমবার থেকেই প্রচারে নেমে পড়লেন শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সোমবার সকালে শ্যামপুর মোড়ে শীতলা পুজো দেওয়ার মাধ্যমে ভোটপ্রচার কর্মসূচি শুরু করলেন তনুশ্রী চক্রবর্তী।
এদিন তাঁকে মালা পরিয়ে দলের কর্মীরা স্বাগত জানান। সোমবার পুজো দেওয়ার পর শ্যামপুরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি সভা করেন এই বিজেপি প্রার্থী। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী জানান, “সবসময় মানুষের মাঝে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “কর্মসূত্রে এর আগেও শ্যামপুরে এসেছি। তবে এটা আমার কাছে নবজন্মের মতো।” নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে তিনি জানান।