নিজস্ব সংবাদদাতা : পুর ভোটের আগে ভোট পরবতী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবীতে বাউরিয়া থানায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজ উলুবেড়িয়া পৌরসভা এলাকার ১১নং ওয়ার্ড এর চককাশীতে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে তিনি উপস্থিত হয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মিথ্যে কেসে ফাঁসা কর্মী দের সঙ্গে কথা বলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং পরে তিনি বাউরিয়া থানায় যান। বিজেপির দাবি, পুর ভোটের আগে বিজেপি কমীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিস্তারিত জানতে নিচে পড়ুন…
বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, বেছে বেছে বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। আর তৃনমূলের লোকজন ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না। এছাড়াও নাবালকদের ও কেসে নাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, ইতিমধ্যেই বাউড়িয়ায় ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া সকলকে ঘরে ফেরানো হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন যে, আগামী পুরসভার নির্বাচনে তিনি জেলার দায়িত্বে রয়েছেন, সেখানে কোন সন্ত্রাস হতে দেবেন না। তার সাথে এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণউদয় পাল চৌধুরী