নিজস্ব সংবাদদাতা : এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এসএসসি দুর্নীতির প্রতিবাদে এবার উলুবেড়িয়ায় প্রতিবাদে নামল বিজেপির যুব মোর্চা। এক দলীয় কর্মীকে পার্থ চট্টোপাধ্যায়ের বেশে সাজিয়ে হুইলচেয়ারে বসিয়ে মিছিলটি উলুবেড়িয়া শহর প্রদক্ষিণ করে উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে এসে শেষ হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
গ্রামে ঢেড়া পাটিয়ে মানুষকে সজাগ করার আদলে ঢেড়া পিটিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী সহ অন্যান্যরা।