নিজস্ব সংবাদদাতা : শুক্রবার উলুবেড়িয়ার মনসাতলায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সংবর্ধনা দিল হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। জানা গেছে, ধর্মেন্দ্র প্রধান ১৬ নং জাতীয় সড়ক ধরে তমলুকে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।
যাত্রাপথে উলুবেড়িয়ার মনসাতলায় তাঁকে সংবর্ধনা দেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল, রাজ্য বিজেপির নেতা অনুপম মল্লিক, হাওড়া গ্রামীণ জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি উমাশঙ্কর হালদাররা।
উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী।