নিজস্ব সংবাদদাতা : দেওয়াল লেখার সময় তিন বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার বাইনান এলাকায়। সূত্রের খবর, বুধবার বাইনান অঞ্চলে দেওয়াল লিখছিলেন বিজেপি কর্মীরা।
অভিযোগ, তাদের বাধা দেয় তৃণমূল কর্মীরা। তিন বিজেপি কর্মীকে লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইনান অঞ্চলটি আমতা বিধানসভার অন্তর্ভুক্ত।
আমতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বলেন, “বিনা প্ররোচনায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূলের কর্মীরা।” ইতিমধ্যেই বাগনান থানায় ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে বলে তিনি জানান।