নিজস্ব সংবাদদাতা : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অয্যোধ্যায় রামমন্দির নির্মাণের শিলন্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বিজেপি অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। তাই এটা যে বিজেপি কর্মী-সমর্থকদের কাছে এক ঐতিহাসিক মুহুর্ত তা আর বলার অপেক্ষা রাখেনা।
কিন্তু, তাদের আনন্দে বেশ কিছুটা বাধ সেধেছে রাজ্যজুড়ে পূর্ণ লকডাউন। তবে উৎসবের আনন্দে যাতে লকডাউন বাধা না হয় তার জন্য আজ ভোররাতেই হাওড়ায় বিজেপির পক্ষ থেকে অকাল দীপাবলি উৎসব পালন করা হয়।
হাওড়ার রামরাজাতলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভোররাতেই পোড়ানো হয় আতসবাজি। মন্দির চত্বরে বিতরণ করা হয় মিষ্টি।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ও হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে রামরাজাতলায় রামের মন্দিরে ভোর ৪ টে থেকে সকাল ৬ টা অব্ধি পূজার্চনা চলে।
বিজেপি নেতাদের দাবি, “সরকারি নির্দেশ আমরা মেনে চলব। আজ যেহেতু পূর্ণ লকডাউন, তাই লকডাউন শুরুর আগেই আমরা এই কর্মসূচি পালন করেছি।”