নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করতে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সেবামূলক কর্মসূচির পাশাপাশি পোস্ট কার্ড মারফত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার উদ্যোগ নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়ায় সেই কর্মসূচিই অনুষ্ঠিত হল। এদিন বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে উলুবেড়িয়া পোস্ট অফিসের লেটার বক্সে পোস্টকার্ড ফেলেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া মন্ডল, বিজেপি নেতা নবকুমার মাল সহ অন্যান্যরা। বিজেপির জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল বলেন,”বিনামূল্যে করোনার টিকা প্রদান, ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’র মাধ্যমে সকলকে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি প্রেরণ করা হলো।”
তিনি আরও জানান, শুধু বিজেপি নেতা-কর্মীরাই নন, যেসকল নাগরিকরা যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন তারাও বিজেপি কার্যকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি লিখে পাঠিয়েছেন।”