উলুবেড়িয়ায় নতুন ভোটারদের নিয়ে বিজেপির সম্মেলন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : “আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।” — কিশোর কবির ‘আঠারো’র ছাত্র-যুবরা দেশগঠন কিমবা জনমত গড়ে তুলতে যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা আর বলার অপেক্ষা রাখেনা। এবার ‘আঠারো’র ভোটকে নিজেদের ভোটব্যাঙ্কে আনতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই গ্রামীণ হাওড়ায় নতুন ভোটারদের নিয়ে সম্মেলনের আয়োজন করল বিজেপি।

বুধবার উলুবেড়িয়ার একটি হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ড: শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলী, বিশিষ্ট অধ্যাপিকা পারুল সিং মন্ডল, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিনের সম্মেলনে শ’খানেক নতুন ভোটার অংশ নেয়।

এদিন অনির্বাণ গাঙ্গুলী বলেন, “গোটা রাজ্য জুড়ে এই ধরনের সম্মেলন চলবে। নতুন ভোটারদের মনে করাতে হবে যে পশ্চিমবঙ্গের অবস্থা কী ছিল এবং ভবিষ্যতে কী হবে তা নির্ধারণ করা তাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী যে বারবার ‘সোনার বাংলা’ গড়ার কথা বলছেন তা বাস্তবায়িত করতে নতুন ভোটারদের গুরুত্ব কতটা তা বোঝাতেই মূলত এই সম্মেলন।”