করোনার জেরে রক্তের সংকট, থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে এগিয়ে এলো উলুবেড়িয়ার সংগঠন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একদিকে আম্ফানের প্রবল তান্ডব অন্যদিকে করোনার দীর্ঘ দাপট এই দু’য়ের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের কয়েক কোটি মানুষ কার্যত বিধ্বস্ত।

এরকমই এক কঠিন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্ল্যাডব্যাঙ্কগুলি কার্যত রক্তশূন্য। মোটা টাকার বিনিময়েও মিলছে না একফোঁটা রক্ত। মহাসমস্যার সম্মুখীন হচ্ছেন থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের অসংখ্য পরিবার।

এহেন সংকটময় পরিস্থিতিতে লকডাউনের মাঝেই রক্তের সংকট পূরণে এগিয়ে এলো গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার শক্তি সংঘের সদস্যরা।

সূত্রের খবর, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের পরিচালনায় গতকালই সংঘ প্রাঙ্গণে একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে উলুবেড়িয়ার এই সংগঠনটি। উদ্যোক্তারা জানিয়েছেন, থ্যালাসেমিয়া শিশুদের স্বার্থে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ১৬ জন রক্তদান করেন।