নিজস্ব সংবাদদাতা :চরম রক্ত সমস্যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল। রক্ত শূন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। চরম সমস্যায় পড়ছেন সাধারণ রুগী থেকে শুরু করে থ্যালাসেমিয়া রুগীরা। শুক্রবার সকালে ব্লাড ব্যাংকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় রক্ত শূন্যতার কথা। সকাল থেকেই প্রচন্ড গরম উপেক্ষা করে রক্তের জন্য ব্লাড ব্যাংকে ভীড় জমায় রোগির আত্মীয়রা। কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয় তাদের। কারণ ব্লাড ব্যাংকে নেই এক ফোঁটা রক্ত। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
হাসপাতাল সুত্রে খবর প্রতি মাসে নুন্যতম ১০০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। রক্ত না থাকায় চরম সমস্যায় রুগীর পরিবারের লোকজন। এক রুগীর পরিবারের সদস্য মনিকা মল্লিক বলেন আমাদের জানানো হয়েছে রক্ত নেই। সোমবার আস্তে বলছে বা বাইরে থেকে রক্ত আনতে বলছে। আমি একা কোথা থেকে রক্ত আনবো? কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র গরমের কারণে, রক্তদান শিবির হচ্ছে না।সেই কারণেই রক্ত সংকট। আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে তারা জানিয়েছেন।