স্বামীজীর শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষ্যে উদয়ানারায়ণপুরে রক্তদান শিবির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ১৮৯৩ সালের ১১ ই সেপ্টেম্বর শিকাগোর ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন বিশ্ববরেণ্য মহামানব স্বামী বিবেকানন্দ। ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তিনি। স্বামীজীর শিকাগো মহাসভার বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে রবিবার গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার উদয়ানারায়ণপুরের খিলায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে রক্তদান শিবির আয়োজিত হল। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল কোলকাতার ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ। এই শিবিরে ৫০ জন রক্ত দেন। রক্তদাতাদের সেবাশ্রমের পক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেবাশ্রমের সম্পাদক অরিন্দম সামন্ত।

.