নিজস্ব সংবাদদাতা : মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করল বাউরিয়ার রামেশ্বরনগর যুব গোষ্ঠীর সদস্যরা। মঙ্গলবার সংগঠনের তরফে গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় একটি রক্তদানের আয়োজন করা হয়।
উদ্যোক্তারা জানান, তাঁদের আহ্বানে সাড়া দিয়ে মোট ১২১ জন রক্ত দেন। রক্তদান শিবির উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য আব্বাসউদ্দীন খান সহ অন্যান্যরা।